বাড়ির গ্রিল কেটে চুরি হওয়ার পর জামাল সাহেব সিদ্ধান্ত নিয়েই ফেললো একজন সিকিউরিটি গার্ড রাখবে।
প্রথম যেদিন নিরাপত্তা প্রহরী চাকরিতে জয়েন করলো সেদিন জামাল সাহেবের পাঁচ বছরের মেয়ে জিজ্ঞেস করলো:
—বাবা বাবা, টাকা খরচ করে সিকিউরিটি গার্ড কেন রাখছ?
জামাল সাহেব অতটুকুন মেয়ের বিষয়বুদ্ধি দেখে অবাক হলো। মেয়েকে কোলে তুলতে তুলতে গালে একটা চুমু খেয়ে বললো—
“এখন থেকে আমাদের আর কিছু চুরি হবে না ইনশাআল্লাহ। গার্ড আমাদের পাহারা দেবে মা।”
এবার জামাল সাহেবের মেয়ে বাবাকে বলে,
তুমি খুব বোকা বাবা। তুমি না সেদিন ইউটিউব ভিডিও দেখে আমাকে বললে সুরা হাশরের শেষ তিন আয়াত পড়লে সত্তুর হাজার ফেরেশতা নিরাপত্তা দেবে। তাহলে টাকা খরচ করে ১ জন সিকিউরিটি গার্ড না রেখে হাশরের তিন আয়াত পড়ে ৭০ হাজার ফেরেশতা পাহারাদার রাখলে কি ভালো হয় না বাবা? জামাল সাহেব মেয়ের কথা শুনে আনমনে তার দাড়ি চুলকাতে লাগল। কী উত্তর দেবে মেয়েকে আদৌ কি তার জানা!