প্রেম হওয়ার ৬ মাসের মাথায় প্রথমবারের মতো রুমডেটিংয়ে এসে আরিফ এবং ফারহানা পরস্পরকে খুব নিবিড়বন্ধনে জড়িয়ে শুয়ে আছে। বাইরে বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শিহরণ। আরিফ তার খোলা বুক দিয়ে অনুভব করছে ফারহানার হৃদয়কম্পন।
এমন সময় আরিফ ফারহানাকে জিজ্ঞেস করে : জান, তুমি কী দেখে আমাকে এত ভালোবাসলে? আমার মধ্যে কীএমন পেয়েছ?
ফারহানা ফিসফিস করে উত্তর দেয় :
‘সোনাপাখী তোমার মধ্যে আমি যা পেয়েছি তা হলো—উত্তম চরিত্র। তুমি পাঁচওয়াক্ত নামাজ পড়ো। মিথ্যা বলো না। আমাকে ভীষণ টেককেয়ার করো। আমি মনে মনে সারাজীবন এমন কাউকেই খুঁজছিলাম।’
লিপকিস করার ফাঁকেফাঁকে এবার ফারহানাও আরিফকে পাল্টা প্রশ্ন করে— তুমিবা আমার মধ্যে কী পেলে আরিফ, যে এক দেখাতেই ভালোবেসে এমন পাগল হয়ে গেলে?
আরিফের সোজাসাপটা উত্তর। তোমার-আমার মধ্যে মনের মিল। এটাই আমাদের এক করেছে। মনে আছে একটা দাঈ পেজের কমেন্ট সেকশনে তোমার আমার প্রথমপরিচয়? তুমিও নাস্তিকদের দুচোখে দেখতে পারো না, আমিও তাই। তুমি প্রথম যেদিন আমার সাথে দেখা করতে এলে তোমার গায়ে ছিল ব্লু-কালারের একটা ইরানি হিজাব। আমার দেখেই ভালো লেগেছিল তুমি পর্দা করো। পরপুরুষের কুনজর এড়িয়ে চলো। আমি সারা জিন্দেগি এমনই একটা লক্ষ্মী বৌ চেয়েছিলাম যে চিন্তায় হবে আধুনিক এবং বিশ্বাসে হবে ধর্মপ্রাণ।
অণুগল্প : রুমডেট
প্রথম পর্ব