বাংলাদেশ এখন ধর্মীয় উগ্রবাদীদের অভয়রাণ্যতে পরিনত হয়েছে।স্বাধীন তথা মুক্তমত প্রকাশ বর্তমানে বাংলাদেশে তথা মুক্তমনাদের অধিকার দিন দিন নিঃশেষ হয়ে আসছে।একদিকে বর্তমান সরকার তথা রাষ্ট্র যন্ত্রের খড়গ অন্য দিকে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতি।বাংলাদেশে নাস্তিক্যবাদীদের প্রতি স্থানিক তীব্র বিদ্বেষ,হত্যার হুমকি ও ঘৃণার পাহাড় দিন দিন বেড়েই চলছে।এই দেশের উগ্রধর্মীয় গোষ্টি তাদের অন্ধ মতবাদকে চিরস্হায়ী করার জন্য বাংলাদেশে মানুষের কছে মুক্তমনা ব্লগারদের ধর্ম বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা এখোনো চালিয়ে যাচ্ছে।তারা সফলও হয়েছে।২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারীতে বই একুশে বই মেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যাকে আহত করে।বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এই হামলার দায় স্বীকার করেছিল।এই হত্যার কোন কুল কিনার না হওয়ার আগেই মাত্র এক মাসের মাথায় দিনের আলোতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির আঘাতে খুন হতে হলো আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু যিনি “বোকা মানব”, “কুচ্ছিত হাঁসের ছানা ” ও “গণ্ডমূর্খ” নামে বিভিন্ন ব্লগ ও ফেইস বুকে লিখতেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে ব্লগার তথা মুক্তচিন্তার মানুষদের উপর কেন এই বর্বরোচিত মধ্যযুগীয় কায়দায় হত্যাযজ্ঞ ও আক্রমন?
বাংলাদেশে উগ্রধর্মীয় মৌলবাদীদের হাতে জীবন দিতে হয় ব্লগার রাজীব হায়দারকে । তারপর আমরা দেখেছি তথা কথিত হেফাজতে ইসলাম নামের সংগঠনের তান্ডব! ফারাবীর দুঃসাহস উগ্র ধর্মান্ধতা।এরপর ও ফারাবীরা থেমে থাকেনি একেক সময় একেক ভাবে আঘাত ও আক্রম করে যাচ্ছে মুক্ত চিন্তার মানুষদের। আমারা দেখেছি কিভাবে আঘাত করেছে ব্লগার আসিফ মহিউদ্দিনকে।একের পর এক হত্যা করা হয় নীলদ্রী চট্রোপাধ্যায়,অনন্ত বিজয় দাস,মুক্তমনা প্রকাশ ফয়সাল আরেফিন দীপন ও শাহজাহান বাচ্চুকে।
বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের হাতে ধারাবাহিকভাবে মুক্তচিন্তকদের হত্যার হুমকি ও আক্রমনের আতঙ্ক এখোনো তাড়িয়ে বেড়ায়।বাংলাদেশে মত প্রকাশে স্বাধীনতার ক্ষেত্রে হুমকিতে থাকা মুক্তমনাদের নিরাপত্তা কোথায়?বর্তমানে মুক্তমনাদের জন্য বাংলাদেশে এক অনিরাপদ আশঙ্কাজনক পরিবেশ সৃষ্টি হয়েছে।কিন্তু কেন জানি আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্র এ ব্যপারে একদম নিশ্চুপ দায় সাড়া নাম মাত্র মামলা আর তদন্ত। আজো সরকার এ সব ঘটনার রহস্য উদ্ঘাটনে সম্পূর্ণ ব্যর্থ। আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্রের কাছে মুক্ত চিন্তার মানুষ এবং ব্লগারদের জীবন যেন অত্যন্ত মূল্যহীন। তাই প্রশ্ন একের পর এক এই হত্যা ও আক্রমনের দায় সরকার কি এড়াতে পারবে?